বাসস ক্রীড়া-৭ : বিশ্বকাপ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে : টেলর

165

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-টেইলর
বিশ্বকাপ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে : টেলর
সিডনি, ২৭ মে ২০২০ (বাসস) : অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় আগামী টি-২০ বিশ্বকাপ নিয়ে জলদি সিদ্বান্ত নেয়া উচিত বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক মার্ক টেইলর। তিনি বলেন, ‘যে সিদ্বান্ত নেয়া হোক না কেন, বিশ্বকাপ নিয়ে দ্রুতই সিদ্বান্ত নিতে হবে। নয়তো এটি যথাসময়ে আয়োজন করা কঠিন হয়ে যাবে। কারন এটি বিশ্বকাপ, অনেক বড় আয়োজন, অনেক পরিকল্পনা নিয়ে এগোতে হয়। তাই বিশ্বকাপ হবে, না-কি হবে না, তা নিয়ে দ্রুত সিদ্বান্ত নিতে হবে।’
প্রাণঘাতি করোনাভাইরাসের থাবা বেশ ভালোভাবেই পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। গেল মার্চ থেকে বেশক’টি দ্বিপাক্ষীক সিরিজ স্থগিত হয়েছে। ভবিষ্যতের সিরিজগুলোও বাতিল হবার মুখে। এরমধ্যে সবচেয়ে বেশি চিন্তার বিষয়, আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ নিয়ে। সেটি হবে কি, না হবে না, তা নিয়ে জল্পনা-কল্পনা অনেক বেশিই। অবশ্য আগামী ২৮ মে আইসিসির বৈঠকে টি-২০ বিশ্বকাপ নিয়ে সিদ্বান্ত আসতে পারে বলে ধারনা করা হচ্ছে। আইসিসি-র বৈঠকে করোনাভাইরাসের প্রভাব পড়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। যার মধ্যে ক্রিকেট সূচিও থাকবে।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সাবেক ডিরেক্টর টেইলরও চাইছেন আইসিসির ঐ বৈঠকেই টি-২০ বিশ্বকাপ সিদ্বান্ত আসা খুবই জরুরি। তিনি বলেন, ‘আমি আশা করি, চলতি সপ্তাহের বৈঠকেই টি-২০ বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিবে আইসিসি। চলতি সপ্তাহে কোনও সিদ্ধান্ত হলেই ভাল। তা হলে প্রত্যেকেই সেই অনুযায়ী এখন থেকে পরিকল্পনা করতে পারবে।’
তবে আইসিসির সিদ্বান্তের আগেই টি-২০ বিশ্বকাপের ভবিষ্যতবানী করে দিলেন টেইলর। তিনি বলেন, ‘আমার মনে হয়, যে রকম পরিকল্পনা ছিল সেই অনুযায়ী অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ হবে না। বর্তমান পরিস্থিতিতে অক্টোবর-নভেম্বরে এত বড় মাপের প্রতিযোগিতা আয়োজন করা কি যাবে? আমার উত্তর হলো- না। বিশ্বকাপ আয়োজন করতে হাতে অনেক সময় থাকতে হয়। অনেক পরিকল্পনা নিয়ে এগোতে হয়। সেই সময় অস্ট্রেলিয়ার হাতে নেই।’
গেল মাসে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহি কেভিন রবার্টস বলেছেন, ‘আগস্টের আগে টি-২০ বিশ্বকাপ নিয়ে কোন সিদ্বান্ত নেয়া সম্ভব নয়।’
তবে বিভিন্ন দেশের বোর্ড-ক্রিকেটার এবং প্রশাসকেরা টি-২০ বিশ্বকাপ নিয়ে দ্রুতই সিদ্ধান্ত জানতে চান। কারন টি-২০ বিশ্বকাপের উপর নির্ভর করছে, আইপিএলের ভাগ্যও। বিশ্বকাপ বাতিল হলে অক্টোবরে আইপিএল আয়োজনের ইঙ্গিত দিয়ে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর ভারতকে খুশী করতে বিশ্বকাপ বাতিল করতে পারে অস্ট্রেলিয়া বলে সন্দেহ প্রকাশ করেছেন টেইলর। তিনি বলেন, ‘ভারতীয় বোর্ডকে খুশী রাখতে চায় অস্ট্রেলিয়া। তাই বিশ্বকাপ না হলেও, আইপিএল হলে ক্রিকেটাররা খেলার অনুমতি পাবে। অস্ট্রেলিয়াও চায় গ্রীষ্মে অস্ট্রেলিয়া সফরে আসুক ভারত। অর্থের দিক থেকেও তা অস্ট্রেলিয়ার জন্য বড় বিষয়। এ ব্যাপারে কোনও সন্দেহ নেই।’
বাসস/এএমটি/১৭৩৫/স্বব