বাসস ক্রীড়া-৪ : সমর্থকদের ছাড়া প্রিমিয়ার লিগের শিরোপা জয় ‘অদ্ভূত’

144

বাসস ক্রীড়া-৪
ফুটবল-লিভারপুল
সমর্থকদের ছাড়া প্রিমিয়ার লিগের শিরোপা জয় ‘অদ্ভূত’
লন্ডন, ২৭ মে ২০২০ (বাসস) : সমর্থকদের ছাড়া এ্যানফিল্ডে খেলা এবং প্রিমিয়ার লিগের শিরোপা শুন্যে তুলে ধরা কিছুটা হলেও ‘অদ্ভূত’ হিসেবে দাবী জানিয়েছে লিভারপুলের অধিনায়ক জর্ডান হেন্ডারসন।
করোনার কারনে মার্চে লিগ বন্ধ হবার আগ পর্যন্ত টেবিলের শীর্ষে ছিল লিভারপুল। ১৯৯০ সালের পর প্রথমবারের মত লিগ শিরোপা জয়ে বাকি থাকা ৯টি ম্যাচের মধ্যে দুটিতে জয়ী হলেই চলবে লিভারপুলের। আগামী মাসে লিগ পুরনায় মাঠে গড়ানোর আশা করা হচ্ছে।
হেন্ডারসন বলেছেন, ‘এই শিরোপা জয় করতে পারলে একটি বিষয় সামনে চলে আসবে যে সমর্থকরা বিশাল একটি পার্থক্য গড়ে দিয়েছে এবং আমরা সবাই সেটা জানি।’
ইংলিশ এই ফুটবলার আরো বলেছেন, ‘অবশ্যই এই অনুভূতিটা একেবারেই ভিন্ন। কারন এখানে কোন সমর্থক থাকছে না, বিষয়টা অদ্ভূতও। এখনো লিগ শিরোপা জয়ের পথে অনেক কাজ বাকি আছে। মৌসুম এখনো শেষ হয়নি। সর্বোচ্চ পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমানের সুযোগ বাকি আছে। পুরো মৌসুমেই আমরা শক্তিশালী দল হিসেবেই শিরোপা ঘরে তুলতে চাই। আমরা সঠিক পথেই আছি। প্রিমিয়ার লিগের শিরোপা জয় অবশ্যই বিশেষ এক অনুভূতি। তবে এখনই নয়, শিরোপা জিতেই আমরা সবাই উৎসব করতে চাই। আশা করছি ভবিষ্যতে কোন এক সময় সমর্থকদের নিয়েই আমরা শিরোপা জয়ের আনন্দ ভাগভাগি করতে পারবো।’
বাসস/নীহা/১৭২৫/স্বব