বাসস ক্রীড়া-১ : আগামীকাল সরকারের সাথে সিরি-এ কর্তৃপক্ষের সাক্ষাৎ

136

বাসস ক্রীড়া-১
ফুটবল-সিরি-এ
আগামীকাল সরকারের সাথে সিরি-এ কর্তৃপক্ষের সাক্ষাৎ
মাদ্রিদ, ২৭ মে ২০২০ (বাসস) : করোনা সংকট কাটিয়ে জার্মান বুন্দেসলিগা ইতোমধ্যেই মাঠে ফিরেছে। স্প্যানিশ লা লিগাও মাঠে ফেরার দ্বারপ্রান্তে, এই অবস্থায় সিরি-এ’র ভবিষ্যত নিয়ে কাল ইতালি সরকারের সাথে এক সাক্ষাতে মিলিত হতে যাচ্ছে সিরি-এ কর্তৃপক্ষ।
ইতালির ক্রীড়ামন্ত্রী ভিনসেনজো স্পাডাফোরা জানিয়েছেন স্বাস্থ্য পরিস্থিতি স্বাভাবিক হতে হয়ত তিন মাস সময় লাগতে পারে। এর মধ্যেই ফুটবল মাঠে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। গত ৯ মার্চ থেকে করোনা মহামারীর কারনে ইতালিয়ান মৌসুম বন্ধ রয়েছে।
গত ১৯ মে থেকে সিরি-এ ক্লাবগুলো গ্রুপ ট্রেনিং শুরু করেছে। কিন্তু মধ্য জুন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রীড়া বন্ধ রয়েছে ইতালিতে।
ইতালি সরকারের সাইন্টেফিক টেকনিক্যাল কমিটি যে স্বাস্থ্য প্রোটোকল প্রস্তাব করেছে তাতে ক্রীড়ামন্ত্রী সায় দিয়েছেন। সে কারনেই তিনি জানিয়েছেন মৌসুম শুরু হতে আর কোন বাঁধা নেই। বৃহস্পতিবার সভায় যদি সিরি-এ নিয়ে আশাব্যঞ্জক কোন সিদ্ধান্ত হয় তবে পরের দিনই লিগ কর্তৃপক্ষ সিরি-এ ও ইতালিয়ান কাপের বাকি ম্যাচগুলোর ক্যালেন্ডার ঠিক করতে আলোচনায় বসবেন।
সিরি-এ’র উর্ধ্বতন কর্মকর্তারা ১৩-১৪ জুন লিগ শুরু করতে চাচ্ছে। ২০ জুন থেকে পুরোপুরি ভাবে লিগ শুরুর ব্যপারে তারা আশাবাদী।
বাসস/নীহা/১৭১০/স্বব