বাসস দেশ-২৩ : বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত নিলুফার মঞ্জুর

228

বাসস দেশ-২৩
নিলুফার মঞ্জুর- দাফন
বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত নিলুফার মঞ্জুর
ঢাকা, ২৬ মে, ২০২০ (বাসস) : ঢাকার বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন শিক্ষাবিদ নিলুফার মঞ্জুর। বেসরকারি সংস্থা আল-মারকাজুল ইসলামি তার জানাজা ও দাফনকাজে সহায়তা করে।
জানা গেছে ‘সরকারি নিয়ম মেনে বনানী কবরস্থানে জানাজা শেষে আজ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে নিলুফার মঞ্জুরের মরদেহ দাফন করা হয়। এ সময় তাঁর ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর উপস্থিত ছিলেন।
সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর আজ মঙ্গলবার ভোর তিনটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
কয়েক দিন ধরে নিলুফার মঞ্জুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নিউমোনিয়ার লক্ষণ দেখা গেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
নিলুফার মঞ্জুর দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী। তিনিও অসুস্থ হয়ে বাসায় অবস্থান করছেন।
নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান সানবিমস স্কুল প্রতিষ্ঠা করেন। দেশ-বিদেশে এই স্কুলের হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা পেয়েছেন।
সৈয়দ মঞ্জুর এলাহী ও নিলুফার মঞ্জুর দম্পতির দুই সন্তন। ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ও মেয়ে মুনিজ মঞ্জুর পরিচালকের দায়িত্ব পালন করছেন।
বাসস/কেসি/১৯২৪/এবিএইচ