বাসস ক্রীড়া-৫ : লিভারপুল-অ্যাথলেটিকো ম্যাচের কারণে ৪১ জনের মৃত্যু হয়েছে

222

বাসস ক্রীড়া-৫
ফুটবল-লিভারপুল
লিভারপুল-অ্যাথলেটিকো ম্যাচের কারণে ৪১ জনের মৃত্যু হয়েছে
মাদ্রিদ, ২৬ মে ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের মধ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগে লিভারপুল এবং অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচের কারনে ৪১ জনের মৃত্যু হয়েছে। ইংল্যান্ডের সংবাদ মাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।
সানডে টাইমসের একজন ব্রিটিশ সাংবাদিক বিশ্লেষণ করে বলেন, ‘এ্যানফিল্ডে অ্যাথলেটিকো মাদ্রিদ-লিভারপুলের ওই ম্যাচের পর ২৫ থেকে ৩৫ দিনের মধ্যে ৪১ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এ্যানফিল্ডের ওই ম্যাচটিতে প্রায় ৩ হাজার করোনায় আক্রান্ত দর্শকও ছিলো। গ্যালারি থেকে যা আরও ছড়িয়েছে এবং পরবর্তীতে মারা গিয়েছে অনেকে।’
গেল মাসে মাদ্রিদ শহরের মেয়র হোসে লুইজ মার্টিনেজ আলমেডিয়া বলেন, ‘লিভারপুল-অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচটি অনুষ্ঠিত হতে দেয়া ঠিক হয়নি। ঐ ম্যাচে সমর্থককে এ্যানফিল্ডে ঢুকতে দেয়া বড় ভুল ছিলো।’
বাসস/এএমটি/১৭৩০/স্বব