বাসস ক্রীড়া-৭ : হোয়াইটওয়াশের লক্ষ্যে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় পাকিস্তান

135

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-পাকিস্তান-জিম্বাবুয়ে
হোয়াইটওয়াশের লক্ষ্যে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় পাকিস্তান
বুলাওয়ে, ১৯ জুলাই, ২০১৮ (বাসস) : প্রথম তিন ম্যাচ জিতে আগেভাগেই জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। তাই সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে এবার নতুন লক্ষ্য স্থির করেছে পাকিস্তান। জয়ের ধারা অব্যাহত রেখে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে চায় পাকিস্তান। সেই লক্ষ্যে নিয়ে চতুর্থ ওয়ানডে খেলতে নামছে পাকিস্তান। তবে সিরিজে প্রথম জয়ের জন্য মরিয়া জিম্বাবুয়ে। বুলাওয়েতে আগামীকাল সিরিজের চতুর্থ ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় বেলা সোয়া ১টায়।
অস্ট্রেলিয়াসহ ত্রিদেশীয় টি-২০ সিরিজ জয়ের পর স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডেতেও উড়ছে পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিন ম্যাচ জিতে নিয়েছে তারা। দু’ম্যাচ বাকী রেখে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। সিরিজের প্রথম ওয়ানডে ২০১ রানে, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ৯ উইকেটে বড় ব্যবাধানে জিতে পাকিস্তান।
গতকাল তৃতীয় ওয়ানডেতে পেসার পাকিস্তানী ফাহিম আশরাফের বোলিং তোপে মাত্র ৬৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ৬৮ রানের টার্গেট ২৪১ বল বাকী রেখে স্পর্শ করে ফেলে পাকিস্তান। সিরিজ জয়ে খুশী পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। এবার নতুন লক্ষ্য স্থির করেছে তারা।
বাকী দু’ম্যাচ জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে চান পাকিস্তান দলপতি সরফরাজ। তিনি বলেন, ‘পুরো সফরে এখন পর্যন্ত দারুন ক্রিকেট খেলছে দলের খেলোয়াড়রা। টি-২০ সিরিজের পর ওয়ানডেতেও ভালো করেছে দল। তাই দু’টো সিরিজই জিততে পেরেছি আমরা। তবে এবার আমাদের সামনে নতুন লক্ষ্য। সেটি হলো- জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা। সিরিজের বাকী দু’ম্যাচ জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে চাই আমরা।’
সিরিজ হাতছাড়া হলেও, বাকী দু’ম্যাচে ভালো পারফরমেন্স করতে চায় জিম্বাবুয়ে। এমনটাই জানালেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। তিনি বলেন, ‘সিরিজে ভালো করার ব্যাপারে আমরা আশাবাদী ছিলাম। কিন্তু খুব ভাল পারফরমেন্স করতে পারিনি আমরা। তাই আগেভাগেই সিরিজটি হারতে হলো আমাদের। তবে এখনও সিরিজে দু’টি ম্যাচ বাকী রয়েছে। কিন্তু শেষ দুই ম্যাচে পরফরমেন্সের উন্নতি ঘটিয়ে জয় দিয়ে সিরিজ শেষ করার আশা করছি।’
বাসস/এএমটি/১৮০০/স্বব