বাসস দেশ-২০ : মুন্সীগঞ্জে ঈদের দিন চিকিৎসকসহ ১৬ জনের করোনাভাইরাস সনাক্ত

360

বাসস দেশ-২০
মুন্সীগঞ্জ-করোনা
মুন্সীগঞ্জে ঈদের দিন চিকিৎসকসহ ১৬ জনের করোনাভাইরাস সনাক্ত
মুন্সীগঞ্জ, ২৫ মে, ২০২০ (বাসস) : মুন্সীগঞ্জে সোমবার ঈদের দিনে চিকিৎসকসহ নতুন করে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা শনাক্ত হলো ৫৭১ জনের।
এর মধ্যে মারা গেছেন ১৮ জন, সুস্থ হয়েছেন ১৬৩ জন। মুন্সীগঞ্জ সদর উপজেলাই ২৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।
মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, শনিবার ও রোববার পাঠানো ৫১ টি রিপোর্ট আসে সোমবার। নতুন পজেটিভ আসা ১৬ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায়ই ৯ জন। বাকী ছয় জনের মধ্যে টঙ্গীবাড়ি উপজেলায় ৩, সিরাজদিখান উপজেলায় ৩ এবং গজারিয়া উপজেলায় ১ জন। সোমবার শ্রীনগর এবং লৌহজং উপজেলায় কারও করোনা শনাক্ত হয়নি।
তিনি জানান, এই নিয়ে এপর্যন্ত ৩২০২ টি নমুনার রিপোর্ট আসে। এপর্যন্ত ৩৫১১টি রিপোর্ট ঢাকায় পাঠানো হয়েছো। তবে ঈদের দিন সোমবার কোন নমুনা সংগ্রহ করা হয়নি।
বাসস/সংবাদদাতা/কেসি/২০৩০/এবিএইচ