বাসস দেশ-১৬ : ভূমি কর আদায় কার্যক্রমে আরো গতিশীলতা আনার পরামর্শ

167

বাসস দেশ-১৬
কমিটি-ভূমি
ভূমি কর আদায় কার্যক্রমে আরো গতিশীলতা আনার পরামর্শ
ঢাকা, ১৯ জুলাই ২০১৮ (বাসস) : ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ভূমি কর আদায় কার্যক্রমে আরো গতিশীলতা আনতে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়েছে।
কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম হীরার সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
সভায় কমিটির সদস্য ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এবং জাহান আরা বেগম সুরমা অংশগ্রহণ করেন।
সভায় ভূমি প্রশাসনের সার্বিক কার্যক্রম তদারকি আরো জোরদারের সুপারিশ করা হয়। কমিটি বনায়ন কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করে।
সভায় ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ, কে, এম, মাঈদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানানো হয়।
সভায় ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৭৪০/-অমি