বাসস দেশ-১৬ : শ্রদ্ধা, চেতনায় জাতীয় কবিকে স্মরণ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের

213

বাসস দেশ-১৬
কাদের-নজরুল
শ্রদ্ধা, চেতনায় জাতীয় কবিকে স্মরণ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের
ঢাকা, ২৪ মে, ২০২০ (বাসস) : শ্রদ্ধা ও চেতনায় বাঙালির জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধালন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আগামীকাল সোমবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ রোববার দেয়া এক বিবৃতিতে তিনি এই আহবান জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘কাজী নজরুল ইসলাম ছিলেন বাঙালির চিরায়ত মনন ও চেতনার কবি। বাংলা সাহিত্যে কাজী নজরুল পরিচিত ছিলেন প্রেম-দ্রোহ ও সাম্যের কবি হিসেবে। তার ক্ষুরধার লেখনিতে অন্যায়-অবিচারের বিরুদ্ধ মন্ত্র শাণিত ছিল। ‘চির উন্নত মম শির’-উদ্ধৃত করে কবি সারা জীবন বিদ্রোহ ও সংগ্রাম করেছেন শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে।’
তিনি বলেন, ‘ কুসংষ্কার, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়িয়ে কবি গেয়েছেন মানবতার জয়গান। ব্রিটিশ শাসকদের শোষণ, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে কলম ধরে তিনি বাঙালির জাতীয়তাবোধের জাগরণ ঘটিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘বাংলা বাঙালির হোক, বাংলার জয় হোক, জয় বাংলা’। সাহিত্যের কবি হতে রাজনীতির কবি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ‘জয় বাংলা’ হয় বিজেতা বাঙালির স্লোগান।’
বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মানবতার কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন এমন একটা সময়ে সমাগত যখন সারা বিশ^ এক মানবিক সংকটের সম্মুখীন। প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের বিস্তাররোধে সকলকে শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে হচ্ছে। এই কারণে আওয়ামী লীগ সকল ধরনের জনসমাগমপূর্ণ কর্মসূচি পরিহার করে আসছে। আবার একই দিনে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর । সেই কারণে এ বছর কবির জন্মদিনে কোন আনুষ্ঠানিক কর্মসূচি পালন করা সম্ভবপর হচ্ছে না।
বাসস/সবি/বিকেডি/২০৫২/স্বব