বাসস ক্রীড়া-৭ : ‘আমরা খেলি তো বাংলাদেশের জন্য, আপনাদের জন্য’

122

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-তামিম শো
‘আমরা খেলি তো বাংলাদেশের জন্য, আপনাদের জন্য’
ঢাকা, ২৪ মে ২০২০ (বাসস) : গতকাল শেষ হওয়া তামিম ইকবালের লাইভ শো’তে দেশের দলের মানুষকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা-মুশফিকুর রহিম ও বর্তমান টি-২০ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
তামিম বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করব খারাপ খেললেই যেন একে অন্যকে বাজে মন্তব্য না করে। দেখেন আমরা সবাই এক বাংলাদেশের হয়ে খেলি। সবারই একজন প্রিয় খেলোয়াড় থাকে, কেউ তামিমিয়ান, কেউ মুশফিকিয়ান, কেউ মাশরাফিয়ান বা সাকিবিয়ান এটা থাকবে এবং এটা খুব ভালো। কিন্তু আজকে আমি ভালো খেলছি বলে আপনি মুশফিককে বাজে কথা বলবেন বা মুশফিক ভালো খেললে আমাকে বাজে কথা বলবেন এটা ঠিক নয়। এদিকে সকলে খেয়াল রাখবেন।’
তামিমের সঙ্গে একমত পোষণ করে মাশরাফি বলেন, ‘আমারও অনেকবার মনে হয়েছে এটা নিয়ে কথা বলবো। আমরা খেলি বাংলাদেশের জন্য, আপনাদের জন্য। ক্রিকেট জেন্টেলম্যান গেম, দর্শকরাও জেন্টেল হয়। আমাদের দর্শকরাও আমাদের সঙ্গে সব সময় ছিল আর কেবল এই ব্যাপারটা আমরা নিয়ন্ত্রণ করতে পারলেই আমরা ক্রিকেট বিশ্বে আরও মাথা উচু করে দাঁড়াতে পারব।’
মুশফিক মনে করেন, ‘আমরা বাংলাদেশ দলের হয়ে খেলি, আমার মনে হয় না দল কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের জন্য ম্যাচ জেতে বা হারে। আমরা সবাই সমানভাবে অবদান রাখি। আমি কখনোই চাইব না যে আমার কোনো সমর্থক রিয়াদ ভাই বা মাশরাফি ভাই বা তামিম-সাকিবকে খারাপ বলবে। তাই আমিও সকলকে অনুরোধ করব যে এই ব্যাপারটা খেয়াল রাখবেন।’
মাহমুদুল্লাহ বলেন, ‘কাঁদা ছোড়াছুঁড়ি করলে কারো কোনো লাভ হয়না, শেষ পর্যন্ত কাঁদা নিজের গায়েই লাগে। আমরা সবাই বাংলাদেশ দলের হয়ে খেলি।’
বাসস/এএমটি/১৯১১/স্বব