বাসস দেশ-১৩ : করোনাভাইরাসে আক্রান্ত আরও ১২১ পুলিশের সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ

206

বাসস দেশ-১৩
পুলিশ-করোনা
করোনাভাইরাসে আক্রান্ত আরও ১২১ পুলিশের সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ
ঢাকা, ২৩ মে, ২০২০ (বাসস) : করোনাভাইরাসে আক্রান্ত আরও ১২১ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে আজ হাসপাতাল ত্যাগ করেছেন। এসময় করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
দেশে করোনাভাইরাস দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৮শতাধিক করোনা বিজয়ী পুলিশ সদস্য ধাপে ধাপে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ সাইফুল ইসলাম সানতু আজ গনমাধ্যমকে বলেন, শুক্রবার ও একই ভাবে ১২১ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে নিজ নিজ বাড়ি ফিরে গেছেন।
এদের মধ্যে ৫৬ জন কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে রিলিজ নিয়েছেন এবং বাকিরা ইমপালস হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
ডিএমপির জনসংযোগ ও গনমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের আইইডিসিআর এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী এ ১২১ পুলিশ সদস্যদের পরপর দুবার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।
বাসস/সংবাদদাতা/কেসি/১৮৩৪/এবিএইচ