বাসস বিদেশ-৮ : দক্ষিণ আফ্রিকায় ২০ সহস্রাধিক লোক করোনায় আক্রান্ত , মৃত্যু প্রায় ৪শ’ জনের

119

বাসস বিদেশ-৮
দক্ষিণ আফ্রিকা -ভাইরাস
দক্ষিণ আফ্রিকায় ২০ সহস্রাধিক লোক করোনায় আক্রান্ত , মৃত্যু প্রায় ৪শ’ জনের
জোহানেসবার্গ, ২৩ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে প্রায় ৪শ’ জনের। স্বাস্থ্যমন্ত্রী জোয়েলি এমখিজ শুক্রবার এ কথা জানান।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক বিবৃতিতে বলা হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ১২৫ জন এবং মারা গেছে মোট ৩৯৭ জন।
শিল্প সমৃদ্ধ এই দেশটিতে করোনা সংক্রমন আফ্রিকায় সর্বোচ্চ এবং আক্রান্তদের ৬৪ শতাংশ উপকূলীয় প্রদেশ ওয়েস্টার্ন কেপ এর।
একটি মডেলিং কনসোটিয়াম চলতি সপ্তাহে তাদের প্রদর্শিত হিসাবে বলেছে, নভেম্বরে করোনা পিক আওয়ারে পৌঁছানোর মাধ্যমে দেশটিতে ১০ লাখের বেশী লোক আক্রান্ত হতে পারে এবং মৃত্যুর সংখ্যা দাঁড়াতে পারে ৪০ হাজারে।
প্রেসিডেন্ট সিরিল রামাফোসা চলতি মাসের শেষ দিকে লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছেন। গত ২৭ মার্চ থেকে দেশটিতে ৫ স্তরের এই লকডাউন কার্যকর করা হয়।
দেশের অর্থনীতি রক্ষা এবং কোভিড ১৯ প্রতিরোধে একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থায় লকডাউন শিথিলের নির্দেশ দিয়েছে সরকার।
বাসস/এএফপি/অনু এমএবি/১৬৫০/জেহক