বাজিস-২ : মাদারীপুরে সেনাবাহিনীর এক মিনিটের বাজার

133

বাজিস-২
এক মিনিটের-বাজার
মাদারীপুরে সেনাবাহিনীর এক মিনিটের বাজার
মাদারীপুর, ২৩ মে, ২০২০ (বাসস) : জেলায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এক মিনিটের বাজারের আয়োজন করা হয়েছে। আজ শনিবার সকালে শহরের এআর হাওলাদার জুট মিল মাঠে এই বাজারের আয়োজন করা হয়।
নিরাপদ দুরত্ব বজায় রেখে এক মিনিটের বাজারের আয়োজনের মধ্যদিয়ে ৫০০ অসহায় ও হতদরিদ্র পরিবারকে দেয়া হয় এই ত্রাণ সহায়তা। এরমধ্যে তৃতীয় লিঙ্গ ও বেদে সম্প্রদায়সহ সমাজের বিভিন্ন স্তরের অসহায় পরিবার রয়েছে। ত্রাণ সহায়তার প্যাকেটে চাল, ডাল, আলু, সাবানসহ বিভিন্ন ধরণের সব্জি রয়েছে।
লকডাউনে সমাজের নিন্ম আয়ের মানুষ কাজে যেতে না পারায় বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি তারা। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানে এক মিনিটের বাজার আয়োজন করা হবে বলে জানায় সেনা কর্মকর্তারা। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল আশরাফুল আলম খান, মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াসসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১১৫০/কেজিএ