বাসস ক্রীড়া-১৪ : ম্যান ইউ’র ক্ষতি ২ কোটি ৮০ লাখ পাউন্ড

233

বাসস ক্রীড়া-১৪
ফুটবল-ম্যান ইউ
ম্যান ইউ’র ক্ষতি ২ কোটি ৮০ লাখ পাউন্ড
লন্ডন, ২২ মে ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে প্রাথমিকভাবে ২ কোটি ৮০ লাখ পাউন্ড ক্ষতি হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। ক্লাবের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে এই ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
ক্লাবের প্রধান ফিন্যান্সিয়াল অফিসার ক্লিফ ব্যাটি জানান, ‘করোনাভাইরাসের কারনে ইতোমধ্যে ২০১৯/২০ মৌসুমের দুই-তৃতীয়াংশ ক্ষতি হয়েছে ক্লাবের।’
তিনি আরও বলেন, ‘মোট ১১টি ম্যাচ স্থগিত হয়েছে ম্যান ইউ’র। এই ম্যাচগুলো আয়োজন করা গেলে, ক্ষতির পরিমান থামানো যাবে। নয়তো আরও বাড়বে।’
করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে স্থগিত আছে ইপিএল।
বাসস/এএমটি/২০২১/স্বব