বাসস দেশ-৮ : সারাদেশে সব বোর্ড মিলিয়ে ২৯ হাজার ২৬২ জন জিপিএ-৫ পেয়েছে : ছেলেরা এগিয়ে

162

বাসস দেশ-৮
জিপিএ-৫-সারাদেশ
সারাদেশে সব বোর্ড মিলিয়ে ২৯ হাজার ২৬২ জন জিপিএ-৫ পেয়েছে : ছেলেরা এগিয়ে
ঢাকা, ১৯ জুলাই, ২০১৮ (বাসস) : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে সব বোর্ড মিলিয়ে ২৯ হাজার ২৬২ জন পরীক্ষার্থী গ্রেড পয়েন্ট এভারেজ (জিপিএ)-৫ পেয়েছে।
জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে রয়েছে। এবার ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৫৮১ জন এবং মেয়েরা পেয়েছে ১৩ হাজার ৬৮১ জন।
আজ প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই তথ্য জানিয়েছেন।
গত বছর সব বোর্ড মিলিয়ে ৩৭ হাজার ৯৬৯ জন পরিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।
প্রতিবারের মতো এবারও ঢাকা শিক্ষা বোর্ড সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়েছে, এখান থেকে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৯৩৮ জন শিক্ষার্থী।
এছাড়া রাজশাহী বোর্ড থেকে ৪ হাজার ১৩৮ জন, কুমিল্লা বোর্ডে ৯৪৪ জন, যশোর বোর্ডে ২ হাজার ৮৯ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৬১৩ জন, বরিশাল বোর্ডে ৬৭০জন, সিলেট বোর্ডে ৮৭৩ জন ও দিনাজপুর বোর্ডে ২ হাজার ২৯৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আটটি সাধারণ শিক্ষাবোর্ডে মোট ২৫ হাজার ৫৬২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার ১ হাজার ২৪৪ জন এবং কারিগরী শিক্ষা বোর্ডে ২ হাজার ৪৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বাসস/এমএন/১৫৪১/এমএবি