বাসস দেশ-৩ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবহন পুলে আরো ৭টি নতুন গাড়ি

122

বাসস দেশ-৩
জাবি-গাড়ি ক্রয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবহন পুলে আরো ৭টি নতুন গাড়ি
সাভার, ১৯ জুলাই, ২০১৮ (বাসস):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন পুলে আজ থেকে আরো ৭টি নতুন গাড়ি যুক্ত হয়েছে। এই গাড়িগুলোর মধ্যে রয়েছে ২৮ সিটের ২টি এসি মিনিবাস, ১৬ সিটের ২টি এবং ৭ সিটের ৩টি মাইক্রো বাস। তিন কোটিরও বেশি টাকায় এই গাড়িগুলো ক্রয় করেছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ ।
আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ফিতা কেটে এই গাড়িগুলো উদ্বোধন করেন।
এ সময় উপাচার্য বলেন, পরিবহন পুলে এ গাড়ি যুক্ত হওয়ার ফলে পরিবহন সেবার মান আরো বৃদ্ধি পাবে।
তিনি গাড়ি রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার পরামর্শ দেন। এ সময় অন্যান্যের মধ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. আলী আজম তালুকদার, অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষক ড. খো: লুৎফুল এলাহীসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএমবি/১৫০৫/এমএবি