বাসস বিদেশ-১২ : বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে

212

বাসস বিদেশ-১২
ভাইরাস-মৃত্যু-বিশ্ব
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে
প্যারিস, ২১ মে, ২০২০ (বাসস ডেস্ক) : বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে বৃহস্পতিবার ৫০ লাখ ছাড়িয়ে গেছে। গ্রীনিচ মান সময় ০৭৩০ টায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।
এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, কোভিড-১৯ ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৫০ লাখ ৬ হাজার ৭৩০ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৩ লাখ ২৮ হাজার ৪৭ জনে দাঁড়িয়েছে। এদিকে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহাদেশ ইউরোপে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে এ পর্যন্ত মোট ১৯ লাখ ৫৪ হাজার ৫১৯ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৬৯ হাজার ৮৮০ জনে দাঁড়িয়েছে। একক দেশ হিসেবে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে¦ কোভিড-১৯ ভাইরাসে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৫১ হাজার ৮৫৩ জন আক্রান্ত হয়েছে এবং দেশটি মৃতের সংখ্যা বেড়ে মোট ৯৩ হাজার ৪৩৯ জনে দাঁড়িয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং বিশ ¦স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য ব্যবহার করে এএফপি’র তৈরি করা এ পরিসংখ্যান করোনাভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে। কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে। গত ডিসেম্বরে চীনের উহান নগরীতে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়া এবং তা মহামারি আকারে দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এর ফলে বিশ্ব অর্থনীতি ভয়াবহ ধসের মুখে পড়েছে।
বাসস/এমএজেড/১৮০৫/জেহক