বাসস দেশ-১৫ : পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করলে কঠোর ব্যবস্থা

111

বাসস দেশ-১৫
যাত্রী-পরিবহন-ব্যবস্থা
পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করলে কঠোর ব্যবস্থা
ঢাকা, ২১ মে ২০২০ (বাসস) : পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। আজ বৃহষ্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সিদ্ধান্ত জানিয়েছে।
এতে বলা হয়, দেশব্যাপী সড়ক ও মহাসড়কে পণ্যবাহি যানবাহনে যাত্রী পরিবহন করা যাবেনা মর্মে নিষেধাজ্ঞা স্বত্ত্বেও কোনো কোনো পণ্যবাহি যানবাহন কৌশলে যাত্রী পরিবহন করছে যা সরকারী আদেশ অমান্যের সামিল এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই যে সকল পণ্যবাহি যানবাহন যাত্রী পরিবহন করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, সাধারণ ছুটির ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সম্প্রতি এক আদেশে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত ৩০ মে পর্যন্ত বর্ধিত করে এবং পণ্যবাহি যানবাহনে যাত্রী পরিবহন করা যাবেনা মর্মে নিষেধাজ্ঞা আরোপ করে।
বাসস/সবি/বিকেডি/১৭৫৯/এবিএইচ