বাসস ক্রীড়া-৭ : ভারতের দেয়া পাঁচ লাখ ডলার কোথায় গেল : প্রশ্ন হোল্ডিংয়ের

108

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-হোল্ডিং
ভারতের দেয়া পাঁচ লাখ ডলার কোথায় গেল : প্রশ্ন হোল্ডিংয়ের
কিংস্টন, ২১ মে ২০২০ (বাসস) : সাবেক খেলোয়াড়দের সহায়তা ও দেশের ক্রিকেটের জন্য ২০১৩-১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে পাঁচ লাখ ডলার অনুদান দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ঐ অর্থ কোথায় খরচ করলো, তা জানতে চেয়েছেন ক্যারিবীয়দের স্বর্ণযুগের পেসার মাইকেল হোল্ডিং। তার মতে, দেশের ক্রিকেটের উন্নতির জন্য কিছুই করেনি বোর্ড।
একটি ইউটিউব শো’তে অডিট রিপোর্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নানা দুর্নীতির অভিযোগ আনেন হোল্ডিং। তিনি বলেন, ‘২০১৩-১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে পাঁচ লাখ ডলার অনুদান দিয়েছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড। যা দেশের ক্রিকেটের উন্নতির জন্য ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক খেলোয়াড়দের জন্য খরচ করার কথা ছিলো। কিন্তু সেই অর্থের কি হলো?’
ঐ অনুদানের অর্থের কোন কানা-কড়িও পাননি হোল্ডিং। এমনকি, সাবেক পরিচিতি কোন ক্রিকেটারই ঐ অনুদান পাননি বলে জানান তিনি, ‘আমি দেশের একজন সাবেক ক্রিকেটার। আমার কোনও কিছু চাই না। কিন্তু আমি অনেক সাবেক ক্রিকেটারের সাথে কথা বলেছি, তারা পাঁচ লাখ ডলারের থেকে একটা পয়সা পায়নি। সকলেই বোর্ডকে সব সময় জানিয়েছে, কিস্তু তারা এসবে পাত্তা দেয়নি। আর যদি সাবেক ক্রিকেটারদের জন্য কিছু করতো, তবে এতদিনে বিশাল হইচই ফেলে দিত বোর্ড।’
ঐ অনুদানের অর্থ কোথায় গেল, সেটি কিছুদিনের মধ্যে ফাঁস করবেন বলে জানান হোল্ডিং। তিনি বলেন, ‘ওই পাঁচ লাখ ডলার কোথায় গেল, তা দর্শকদের খুব তাড়াতাড়ি আমি সব জানাব।’
বাসস/এএমটি/১৭৫৫/স্বব