ভারতে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৯

264

নয়াদিল্লী, ১৯ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারতের রাজধানী নয়াদিল্লীর পূর্বাঞ্চলে স্যাটেলাইট সিটি নইডার আবাসিক এলাকায় ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। খবর এএফপি’র।
দমকল বিভাগ জানায়, বৃহস্পতিবার জরুরি সেবা কর্মীরা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে আরো চারজনের মৃতদেহ উদ্ধার করেছে।
গত মঙ্গলবার ছয়তলা বিশিষ্ট পুরানো ভবনটি পাশের আরেকটি নির্মাণাধীন ভবনের ওপর ধসে পড়ে। এ সময় বেশ কয়েকজন আটকা পড়ে।
এর আগে ভবনের নিচ থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়।
দমকল বাহিনীর প্রধান আঞ্চলিক কর্মকর্তা অরুণ কুমার সিংহ এএফপিকে জানায়, গতরাত থেকে এখন পর্যন্ত আমরা চারটি মরদেহ উদ্ধার করেছি।
এই ঘটনায় পুলিশ জমির মালিকসহ চার জনকে গ্রেফতার করেছে ।