বাসস বিদেশ-১০ : পেরুতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ১ লাখের বেশি : মৃত্যু ৩ হাজার ছাড়িয়েছে

112

বাসস বিদেশ-১০
ভাইরাস-পেরু-মৃত্যু
পেরুতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ১ লাখের বেশি : মৃত্যু ৩ হাজার ছাড়িয়েছে
লিমা, ২১ মে, ২০২০ (বাসস ডেস্ক): পেরুতে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ছাড়িয়ে গেছে। এদিক থেকে ব্রাজিলের পর ল্যাটিন আমেরিকার দেশটি দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে।
বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
পেরুতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যাও ৩ হাজার ছাড়িয়েছে। এদিক থেকে দেশটি কেবলমাত্র ব্রাজিল ও মেক্সিকোর পেছনে রয়েছে।
৩০ এপ্রিলের পর থেকে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে তিনগুণ হয়েছে।
পেরুতে ৯ সপ্তাহ ধরে লকডাউন অব্যাহত থাকলেও করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। এদিকে লকডাউনের কারণে দেশটির অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে।
রাজধানী লিমা ও বন্দর নগরী ক্যালাও’তে করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। পেরুর মোট ৩ কোটি ২০ লাখ জনসংখ্যার এক তৃতীয়াংশ এখানে বাস করে।
পেরুর স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়ায় সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সামগ্রির ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে।
রাজধানী লিমার উনানুয়ি হাসপাতালের নার্স মিগুয়েল আর্মাস এএফপি’কে বলেন, ‘পেরুর হাসপাতালের বর্তমান পরিবেশ ভয়ঙ্কর সিনেমার মতো।’
তিনি বলেন, ‘লাশের স্তুপ দেখে হাসপাতালের ভেতরটা সমাধিস্থলের মতো মনে হচ্ছে। রোগীরা তাদের চেয়ার বা হুইল চেয়ারে মারা যাচ্ছে।’ এখানে হাসপাতাল স্টাফরা উন্নতমানের নিরাপত্তা সামগ্রির দাবিতে বুধবার রাস্তায় বিক্ষোভ করে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, পেরুতে ৭ হাজার ৫শ’ লোক কোভিড- ১৯ ভাইরাসের চিকিৎসা নিয়েছে।
বাসস/এমএজেড/১৭১০/জেহক