বাসস বিদেশ-৯ : মাস্ক পরছেন কানাডার প্রধানমন্ত্রী, দেশবাসীর প্রতিও একই আহ্বান

121

বাসস বিদেশ-৯
ভাইরাস- কানাডা
মাস্ক পরছেন কানাডার প্রধানমন্ত্রী, দেশবাসীর প্রতিও একই আহ্বান
অটোয়া, ২১ মে, ২০২০ (বাসস ডেস্ক) : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বুধবার বলেছেন, বাইরে সামাজিক দূরত্ব মানা সম্ভব না হলে তিনি এখন মাস্ক পরছেন।
এদিকে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ দেশের সকলের প্রতি একই কাজ করার আহ্বান জানিয়েছেন।
তবে কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, মাস্ক পরার অজুহাতে করোনা মোকাবেলার অন্যান্য নিময় উপেক্ষা করা যাবে না। যেমন ঘন ঘন হাত ধোয়া এবং দুই মিটার কিংবা ছয় ফুট দূরত্ব বজায় রাখা।
ট্রুডো তার নিয়মিত ব্রিফিংয়ে বলেন, লোকজনের কাছ থেকে দুই মিটার দূরত্ব বজায় রাখা সম্ভব হলে আমি তাই করি। কিন্তু যখন আমি পার্লামেন্টের হলের ভেতর দিয়ে হেঁটে যাই কিংবা লোকজনের মধ্যদিয়ে অফিসে আসা যাওয়া করি তখন মাস্ক পরি।
তিনি সকল কানাডিয়ানকে নিরাপদ থাকাকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজন অনুয়ায়ী ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন।
উল্লেখ্য, মার্চে ট্রুডোর স্ত্রী সোফি করোনা পজিটিভ শনাক্ত হলে তারা পুরো পরিবার কয়েক সপ্তাহের জন্যে স্বেচ্ছা আইসোলেশানে চলে যান।
এদিকে দেশটির প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা থেরেসা ট্যাম বলেন, শারিরীক দূরত্ব মানা কঠিন হলে মাস্ক পরার সুপারিশ করা হচ্ছে।
তিনি জোর দিয়ে আরো বলেন, কর্তৃপক্ষ লকডাউন শিথিল করতে শুরু করেছে। তাই শারিরীক দূরত্ব, হাত ধোয়া এবং হাঁচিকাশির শিষ্টাচার অবশ্যই মেনে চলতে হবে।
তিনি বলেন, কিছু খুচরো দোকানপাট খুলতে শুরু করেছে। দ’ুমিটারের শারিরীক দূরত্ব ঠিক কোথায় মানা যাবে আপনি ঠিক বলতে পারছেন না। তাই মাস্ক পরার
সুপারিশ করা হচ্ছে।
কানাডায় ৮০ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ছয় হাজার ।
বাসস/জুনা/১৬৩৫/জেহক