বাসস দেশ-৯ : ২৪ ঘন্টায় সর্বাধিক ১০,২৬২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত ১,৭৭৩, মৃত্যু ২২জন

106

বাসস দেশ-৯
করোনা-ব্রিফিং
২৪ ঘন্টায় সর্বাধিক ১০,২৬২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত ১,৭৭৩, মৃত্যু ২২জন
ঢাকা, ২১ মে, ২০২০ (বাসস) : গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১০ হাজার ২৬২টি নমুনা পরীক্ষায় দেশে ১ হাজার ৭৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। এখন এ ভাইরাসে শনাক্ত ২৮ হাজার ৫১১ জন রোগী রয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২ জন মৃত্যুবরণ করেছে। এটিও এ যাবতকালের সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। দেশে এ পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪০৮ জন।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০২ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৩৯৫ জন।
গতকালের চেয়ে আজ ১৫৬ জন বেশি আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৬১৭ জন।
নাসিমা সুলতানা জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ১৭৪টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ১১ হাজার ১৩৮টি। গতকালের চেয়ে আজ ৯৬৪টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ৪৭টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ২৬২টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১০ হাজার ২০৭টি। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ৫৫টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২ লাখ ১৪ হাজার ১১৪টি।
বাসস/এএসজি/এমএসএইচ/১৫১০/-অমি