বাসস বিদেশ-৩ : মালিতে সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত

116

বাসস বিদেশ-৩
মালি-দুর্ঘটনা
মালিতে সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত
বামাকো, ২১ মে, ২০২০ (বাসস ডেস্ক): মালির দক্ষিণে বাস ও লরির মধ্যে ভয়াবহ সংঘর্ষে ২০ জন নিহত এবং ১১ জন মারাত্মকভাবে আহত হয়েছে। বুধবার দেশটির পরিবহণ মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গিনি সীমান্তবর্তী নরানা শহরের সাথে রাজধানী বামাকোর প্রধান সংযোগ সড়কে মঙ্গলবার রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজধানীর হাসপাতালে নেয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, লরিটির মাত্রাতিরিক্ত গতি এবং কারিগরি ত্রুটি এ দুর্ঘটনার ‘সম্ভাব্য কারণ’ ছিল বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, দুর্বল ব্যবস্থাপনার কারণে মালিতে প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। আর এটি দেশটির সামাজিক অস্থিরতার অন্যতম কারণ।
ক্রমেই বিস্তার লাভ করা করোনাভাইরাস মোকাবেলার পাশাপাশি মালি জিহাদি বিদ্রোহীদের দমনে লড়াই করে যাচ্ছে।
২০১২ সালে দেশটির উত্তরাঞ্চলে প্রথম জিহাদিরা ঘাঁটি গাড়ে। এ সংঘাতে হাজার হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
দেশের মধ্যাঞ্চল এবং পার্শ্ববর্তী দেশ বুরকিনা ফাসো ও নাইজারে এ সংঘাত ছড়িয়ে পড়েছে।
বাসস/এমএজেড/১২৫৫/জেহক