বাজিস-৩ : বরগুনায় দুর্বল শক্তিতে আঘাত হেনেছে আম্পান

176

বাজিস-৩
বরগুনা-আম্পান
বরগুনায় দুর্বল শক্তিতে আঘাত হেনেছে আম্পান
বরগুনা, ২১ মে, ২০২০ (বাসস) : ঘূর্ণিঝড় আম্পান আশংকার তুলনায় অনেক কম শক্তি নিয়ে বরগুনায় আঘাত করে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন কর্যক্রম চলছে। ঘূর্ণিঝড় আম্পান ও অমাবস্যার প্রভাবে বরগুনায় বুধবার রাতের জোয়ারে শহরের কিছু অংশ ও বিভিন্ন উপজেলার নি¤œাঞ্চল বিশেষ করে বেড়িবাঁধের বাইরের এলাকা প্লাবিত হয়। বাতাসের ঝাপটায় জেলায় কয়েক হাজার গাছ উপড়ে পড়েছে। দোকানপাট ও ঘরবাড়িতে পানি ঢুকে নষ্ট হয়েছে খাদ্য সামগ্রীসহ মালামাল।
বরগুনা বাজারের ব্যবসায়ীরা জানান, দোকানে পানি ঢুকে পড়ায় পানিতে ভিজে লাখ লাখ টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। স্থানীয় মানুষেরা জানান, সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বাড়তে থাকে জোয়ারের পানি।
জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। মোবাইল ফোনের নেটওয়ার্ক দূর্বল হয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে পুরো জেলার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে তা জানা সম্ভব হয়নি।
বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানিয়েছেন, দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক তথ্য নিরুপন কাজ চলছে। দূর্যোগ- পূর্ব সকল কার্যক্রম ভালোভাবে সম্পন্ন ছিলো।
বাসস/সংবাদদাতা/১২৩৭/কেজিএ