বাসস ক্রীড়া-১১ : দ্রুত ক্রিকেট শুরু হবার কোন সম্ভাবনা দেখছেন না বিসিবি সভাপতি

404

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-বিসিবি
দ্রুত ক্রিকেট শুরু হবার কোন সম্ভাবনা দেখছেন না বিসিবি সভাপতি
ঢাকা, ২০ মে ২০২০ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন আজ জানিয়েছেন, দ্রুত পুনরায় ক্রিকেট শুরু হবার কোন সম্ভাবনা বা শ্রীলংকা সফরের কোন সুযোগ নেই। দেশের বর্তমান পরিস্থিতিতে এখনই এ বিষয়ে আলোচনারও কোন উপায় নেই বলে জানান তিনি।
আজ এনএসসি সম্মেলন কক্ষে করোনাভাইরাসের মহামারির সময়ে দেশের অসচ্ছ্বল ক্রীড়াবিদদের আর্থিক সহায়তার চেক হস্তান্তর শেষে পাপন বলেন, ‘এ বিষয়ে কোন আলোচনা হয়নি (পুনরায় ক্রিকেট মাঠে ফেরার বিষয়ে)।
তিনি আরও বলেন, ‘পুনরায় ক্রিকেট শুরুর ব্যাপারে কোন নির্দিষ্ট তারিখ আমি দিতে পারছি না। সেটি জুলাই বা আগস্ট হোক। এই মূর্হুতে এটি সম্পূর্ণ অনিশ্চিত।’
ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড হবার পর গেল ১৭ মার্চ থেকে দেশে সব ধরনের ক্রিকেট স্থগিত আছে।
সম্প্রতি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব), আগামী জুনে পুনরায় ডিপিএল শুরুর আহ্বান জানিয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদের অনেকেরই এই ঘরোয়া লিগই উপার্জনের একমাত্র উৎস।
কিন্তু আগামী জুনে পুনরায় ক্রিকেট শুরুর সম্ভাবনা নাকচ করে দিয়েছে বিসিবির একাধিক ডিরেক্টর। কারন এ বিষয়ে সরকার কোন সিদ্বান্ত নেয়নি।
সম্প্রতি শ্রীলংকা ক্রিকেট নিজেদের দেশের আগামী জুলাইয়ে সিরিজ আয়োজনের জন্য বাংলাদেশকে স্বাগত জানিয়েছে। কারন শ্রীলংকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা খুবই কম। আজ পর্যন্ত, শ্রীলংকায় মারা গেছে ৯জন। আর আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭ জন।
তবে বিসিবি বস, দেশে পুনরায় ক্রিকেট শুরুর জন্য আইসিসি ও অন্যান্য দেশের অবস্থা পর্যবেক্ষণ করবেন।
তিনি বলেন, ‘আসন্ন টি-২০ বিশ্বকাপটি পিছিয়ে যেতে পারে। করোনাভাইরাসের কারনে আইসিসির ইভেন্টগুলো স্থগিত হতে পারে কি-না, তা আমরা এখনো জানি না। অন্যান্য বেশ কিছু সিরিজ স্থগিত হয়েছে এবং এখন আমাদের পুনরায় তা নির্ধারন করতে হবে। চারদিকেই কঠিন পরিস্থিতি বিরাজ করছে।’
পাপন বলেন, ‘শ্রীলংকা আমাদের আতিথেয়তা দিতে চায়। কিন্তু এ অবস্থায় সেখানে খেলোয়াড়দের পাঠানোর সিদ্বান্ত নেয়াটা কঠিন। অনুশীলনের সাথে অনন্যা অনেক বিষয় আছে,আমাদের ক্রিকেট পুনরায় চালু করা দরকার। বর্তমানে শ্রীলংকায় পরিস্থিতি বেশ ভালো কিন্তু এক মাস পর সেখানে পরিস্থিতি ভালো থাকবে এই নিশ্চয়তা কেউই দিতে পারে না।’
পাপন জানান, শ্রীলংকা সফরের আগে কোন সিদ্বান্ত নেয়ার আগে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করা হবে।
তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করবো। আমরা দেখবো আইসিসি ও এসিসি কি করে। অন্যান্য দেশগুলো কি করে, তা দেখে আমরা সিদ্বান্ত নিবো।’
বাসস/এএমটি/২১১৮/স্বব