বাসস বিদেশ-১১ : রাশিয়ায় করোনাভাইরাসে ২৪ ঘন্টায় ১৩৫ জনের মৃত্যু

235

বাসস বিদেশ-১১
রাশিয়া- ভাইরাস
রাশিয়ায় করোনাভাইরাসে ২৪ ঘন্টায় ১৩৫ জনের মৃত্যু
মস্কো, ২০ মে, ২০২০ (বাসস ডেস্ক): রাশিয়া বুধবার বলেছে, করোনাভাইরাসে দেশটিতে ২৪ ঘন্টায় ১৩৫ জনের মৃত্যু হয়েছে এবং এই সংখ্যা দেশটিতে দৈনিক মুত্যুর সংখ্যায় সর্বোচ্চ। রাশিয়ায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে প্রায় ৩ হাজার লোকের। দেশটিতে মোট সংক্রমন ৩ লাখ ছাড়িয়েছে, তবে প্রথমবারের মতো নতুন করে ভাইরাস সংক্রমন কমছে।
ব্যাপকভাবে ছড়িয়ে পড়া অন্যান্য দেশের চেয়ে রাশিয়ায় সংক্রমনের তুলনায় মৃত্যুর হার অনেক কম, সমালোচকরা মৃত্যুর সংখ্যায় সন্দেহ প্রকাশ করে বলেছেন, সংকটকে খাট করে দেখানোর জন্য কর্তৃপক্ষ মৃত্যুর সংখ্যা কম দেখাচ্ছে ।
রাশিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সরাসরি করোনায় মৃতদের গণনা করায় ইউরোপ ও আমেরিকার চেয়ে মৃত্যুর সংখ্যা কম। রাশিয়ায় করোনায় মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৯৭২ জনের এবং আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮ হাজার ৭০৫ জন।
বুধবার ২৪ ঘন্টায় রাশিয়ায় নতুন আক্রান্ত হয়েছে ৯ হাজার ২৬২ জন, এই সংখ্যা আগের দিনের চেয়ে ৬৩৩ জন কম।
বাসস/এএফপি/অনু এমএবি/২০৩৪/জেহক