বাসস দেশ-৩৬ : সারাদেশে অধস্তন আদালতে ৪৪৮৪ আসামির জামিন

226

বাসস দেশ-৩৬
ভার্চুয়াল কোর্ট- জামিন
সারাদেশে অধস্তন আদালতে ৪৪৮৪ আসামির জামিন
ঢাকা, ২০ মে ২০২০(বাসস) : অধস্তন আদালতে আজ সারাদেশে ভার্চুয়াল শুনানির পর ৪৪৮৪ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে। সুপ্রিমকোর্টের মুখপত্র মোহাম্মদ সাইফুর রহমান বাসস’কে এ কথা জানান।
আদালতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিচারকাজ চালানোর বিষয়ে অধ্যাদেশ জারির প্রেক্ষিতে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি করতে গত ১০ মে নির্দেশনা দিয়েছেন সুপ্রিমকোর্ট প্রশাসন।
সে অনুযায়ী এরপর থেকে দেশের সব অধস্তন আদালতে ভার্চুয়ালী জামিন আবেদনের শুনানি শুরু হয়।
আজ সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়ালী ৭৬৩১ আসামির পক্ষে জামিন আবেদন করা হয়। এর মধ্যে ভার্চুয়াল শুনানি নিয়ে ৪৪৮৪ জন আসামির জামিন মঞ্জুর করা হয়।
বাসস/ডিএ/২০৩১/এবিএইচ