বাজিস-৮ : দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীতে অসহায়দের মধ্যে ঈদ উপহার প্রদান

136

বাজিস-৮
ঈদ-উপহার
দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীতে অসহায়দের মধ্যে ঈদ উপহার প্রদান
ঢাকা, ২০ মে, ২০২০ (বাসস) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীতে অসহায়দের মধ্যে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। বাসসের সংবাদাতারা জানান-
দিনাজপুর : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি আজ দিনাজপুর একাডেমি স্কুল প্রাঙ্গণে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র সেলুন শ্রমিক এবং বাবুর্চি শ্রমিক ৫০০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী নির্দেশনায় করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া মানুষ, প্রতিবন্ধী ও হতদরিদ্রদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সহায়তা দিয়েছেন আমেরিকা প্রবাসী ও আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর (উত্তর) সাবেক সভাপতি এমদাদুল হক ভূইয়া।
আজ সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ বাজারে ৫ হাজার ৫০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তার এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য শাহীন ভূইয়া বাবু। এ সময় প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ১ কেজি তেল দেয়া হয়।
কুমিল্লা : জেলার চান্দিনায় আজ ইসলামিক ফাউন্ডেশন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ১২৬ জন ধর্মীয় শিক্ষককে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেয়া হয়েছে। আজ চান্দিনা উপজেলা পরিষদ চত্বর মাঠে নিরাপদ দূরত্ব বজায় রেখে শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম। উপহারের প্রতিটি প্যাকেটে ছিলো ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি লবণসহ বিভিন্ন সামগ্রী।
ফেনী : দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছে ঈদ উপহার পাঠাচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী। তিনি গতকাল ফেনী থেকে ক্লাব নটরডেমিয়ান্স-এর সহযোগিতায় দেশের ৩৫০ জন শিক্ষার্থীকে ঈদ উপহার পাঠিয়েছেন। সাদ বাসসকে জানান, এখন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ৩৫০ জন শিক্ষার্থী বন্ধুদের জন্য ভালবাসার ঈদ উপহার পাঠানো হয়েছে। এর মধ্যে নটরডেম কলেজের ২০০ জন এবং অন্যান্য কলেজের ১৫০ জন প্রাক্তন শিক্ষার্থী রয়েছেন। তিনি বলেন, সামনে ঈদ, এই দুর্যোগে সংকটে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য এই প্রচেষ্টা। মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে সাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, আমার পরিবার এ কাজে আমাকে প্রত্যক্ষ সহযোগিতা করছেন।
এর আগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রায় ৮০০ অধিক শিক্ষার্থী বন্ধুর বাসায় খাদ্যসামগ্রীর উপহার পাঠানো হয়েছে। এছাড়াও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ফেনীর ৮২ জন শিক্ষার্থীর পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। তিনি জানান, দেশের বিভিন্ন প্রান্তে শ্রমিক, দিনমজুর, মধ্যবিত্তসহ আরও ১ হাজার পরিবারের কাছে খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে। এছাড়া মধ্যবিত্তের ঘরে সহজে উপহার পৌঁছে দিতে ফোন কল ও ম্যাসেজ অপশন চালু রেখেছেন সাদ। এ পর্যন্ত ফেনীতে দেড় হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৯২৬/কেজিএ