বাসস বিদেশ-১০ : ভাইরাস মোকাবিলায় আফ্রিকার নেয়া পদক্ষেপের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব

131

বাসস বিদেশ-১০
ভাইরাস- আফ্রিকা
ভাইরাস মোকাবিলায় আফ্রিকার নেয়া পদক্ষেপের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব
প্যারিস, ২০ মে, ২০২০ (বাসস ডেস্ক): জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বুধবার বলেছেন, করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়া ঠেকাতে অনেক আফ্রিকান দেশ যে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে তা থেকে উন্নত বিশ্ব শিক্ষা নিতে পারে।
ফ্রান্সের আরএফএল রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে গুতেরেস বলেন, “সংকটের শুরুতে যেমনটা ধারণা করা হয়েছিল সেই তুলনায় আফ্রিকায় কোভিড -১৯ এর বিস্তার যথেষ্ট মন্থর ।”
এই সাফল্যের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “বেশীরভাগ আফ্রিকান সরকার ও সংস্থা যথাসময়ে অত্যন্ত সাহসী প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। কতিপয় উন্নত দেশের জন্য তা শিক্ষণীয় হতে পারে, যেটা তারা নিজেরা পারেনি।”
আফ্রিকা মহাদেশে কোভিড -১৯ এ ৮৮ হাজার লোক আক্রান্ত হয়েছে ,এদের মধ্যে ৩ হাজারেরও কম লোকের মৃত্যু হয়েছে।
বিশ্বব্যাপী করোনায় ৩ লাখ ২০ হাজার লোকের মৃত্যু হয়েছে, এই হিসাবে আফ্রিকায় মৃত্যুর সংখ্যা অনেক কম।
তিনি দরিদ্র দেশগুলোর জন্য আরো নিয়মিতকরণে ঋণ পরিশোধ সহজ করার আহবান জানান।
গতমাসে জি ২০ এবং প্যারিস ক্লাবের ঋণদাতা সদস্যদেশগুলো ২০২০ সালে করোনাভাইরাসের কারণে বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য বেশীরভাগ ঋণ পরিশোধে সর্বাধিক সুবিধা প্রদানে সম্মত হয়েছে। তবে গুতেরেস বলেছেন, এই পদক্ষেপ ‘ যথেষ্ঠ নয়।’
বাসস/এএফপি/অনু এমএবি/১৯২২/জেহক