বাসস বিদেশ-৮ : আরো একমাস কানাডা ও মেক্সিকোর সঙ্গে সীমান্ত বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র

110

বাসস বিদেশ-৮
কানাডা- যুক্তরাষ্ট্র- সীমান্ত
আরো একমাস কানাডা ও মেক্সিকোর সঙ্গে সীমান্ত বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র
ওয়াশিংটন, ২০ মে, ২০২০(বাসস ডেস্ক) : মার্কিন সরকার মঙ্গলবার কানাডা ও মেক্সিকো সীমান্তে অপ্রয়োজনীয় ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরো একমাস বাড়িয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় দেশটি এ উদ্যোগ নিয়েছে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট বলছে, গত ২০ মার্চ প্রথম সীমান্ত বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার তা শেষ হওয়ার কথা রয়েছে। কিন্ত এখন তা আরো ৩০দিন বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়েছে।
ওই বিভাগের প্রধান শাদ ওল্ফ বলেন, এ সময়ের মধ্যে অপ্রয়োজনীয় ভ্রমণের অনুমতি দেয়া হবে না।
তিনি বলেন, আমরা কানাডা ও মেক্সিকো কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি। তারাও এ বিষয়ে সম্মত।
এর আগে অটোয়ায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সীমান্ত ২১ জুন পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছিলেন। তবে কানাডার সাথে আন্তর্জাতিক দীর্ঘ এই সীমান্তে ভ্রমণকারীদের যাতায়াত বন্ধ থাকলেও বাণিজ্য ও মালামাল আনা নেয়া করা হচ্ছে।
মেক্সিকোর সাথে যুক্তরাষ্ট্রের সীমান্ত ৩ হাজার ১শ’ কিলোমিটার। তারাও গত ২০ মার্চ থেকে ভ্রমণের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ১৯৯৪ সালের পর থেকে আঞ্চলিক অবাধ বাণিজ্য চুক্তির অংশীদার।
বাসস/জুনা/১৭০০/জেহক