বাসস দেশ-২০ : বাঁধ ভাঙ্গার কোন সংবাদ এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

111

বাসস দেশ-২০
বাঁধ-ব্যবস্থা
বাঁধ ভাঙ্গার কোন সংবাদ এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : প্রতিমন্ত্রী জাহিদ ফারুক
ঢাকা, ২০ মে, ২০২০ (বাসস) : ঘূর্ণিঝড় আম্পানে বাঁধ ভাঙ্গার কোন সংবাদ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
আজ বুধবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে আম্পান পরিস্থিতি নিয়ে জরুরী আলাপকালে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
জাহিদ ফারুক বলেন, নদী ভাঙ্গন ঝুঁকিপূর্ণ এলাকায় তাৎক্ষণিক খবরের জন্য সকল ইউনিয়ন চেয়ারম্যানদের সাথে মোবাইলে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলা হয়েছে। আম্পানের ক্ষয়ক্ষতি মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট সকলকে মাঠে থেকে সর্বাতœকভাবে কাজ নিশ্চিত করার জন্য বাপাউবো মহাপরিচালককে নির্দেশনা দেয়া হয়েছে।
দুর্যোগ প্রস্তুতির কথা উল্লেখ করে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি বলেন, ঘূর্ণিঝড় আম্পানে মানুষের জান-মালের ক্ষয়ক্ষতি যাতে না হয় সেজন্য উপকূলীয় জেলাগুলোতে সতকর্তা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা ও জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগাম প্রস্তুতি নিতে নির্দেশনা দেয়া হয়েছে।
বাসস/সবি/বিকেডি/১৬০০/-অমি