বাজিস-৬ : শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস বন্ধ

112

বাজিস-৬
ফেরি-বন্ধ
শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস বন্ধ
মুন্সীগঞ্জ, ২০ মে ২০২০ (বাসস) : শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস দ্বিতীয় দিনের মত আজ বুধবারও পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। চেকপোস্ট বসিয়ে মুন্সীগঞ্জ সীমানায় প্রবেশের আগেই ফেরৎ পাঠিয়ে দেয়া হচ্ছে যান ও বাহন। কোনো ধরণের যানবাহনই প্রবেশ করতে পারছে না। তবে পায়ে হেটে নানা কৌশলে কিছু যাত্রী ঢুকে পড়ছে। শিমুলিয়া ঘাটে আসা এসব যাত্রীদের আবার বুঝিয়ে পুলিশের ব্যবস্থায় ফেরত পাঠাচ্ছে প্রশাসন। এদের বেশীরভাগই রাজধানী ঢাকার কর্মস্থল থেকে বাড়ি ফেরার চেষ্টা করছিল।
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে যাত্রী পারাপারের সময় ৭টি ট্রলার আটক করে পদ্মায় ডুবিয়ে দিয়েছে নৌ পুলিশ। তবে এখনও ২ শতাধিক ঘরমুখো মানুষ ঘাটে অপেক্ষা করছে। ফেরিগুলোও ঘাটে নেই। নদীতে নোঙ্গর করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৫৫৫/কেজিএ