বাসস বিদেশ-৬ : নাইজারে ‘বোকো হারাম সন্ত্রাসীদের’ হামলায় ১২ সৈন্য নিহত

125

বাসস বিদেশ-৬
নাইজার -হামলা
নাইজারে ‘বোকো হারাম সন্ত্রাসীদের’ হামলায় ১২ সৈন্য নিহত
নিয়ামি, ২০ মে, ২০২০ (বাসস ডেস্ক): নাইজারের দিফা এলাকার একটি সেনা ঘাঁটিতে বোকো হারাম সন্ত্রাসীদের হামলায় ১২ সৈন্য নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানায়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রাতে ব্লাব্রিন সেনা ঘাঁটিতে ‘বোকো হারাম সন্ত্রাসীদের’ হামলায় আরো ১০ সৈন্য আহত হয়েছে।
স্থানীয় একজন নির্বাচিত কর্মকর্তা জানান, বন্দুকধারীর (সম্ভবত বোকো হারাম যোদ্ধা) হামলায় অনেকে প্রাণ হারিয়েছে। দিফা শহর থেকে ২০ কিলোমিটার উত্তরপূবে ব্লাব্রিন ঘাঁটিটি অবস্থিত।
নাইজেরিয়ান সীমান্তবর্তী এই দিফা শহরে দুই লাখ লোকের বাস। এখানে বোকো হারাম যোদ্ধারা প্রায়ই হামলা চালায়। শনিবারেও একই এলাকায় জিহাদিরা হামলা চালিয়েছে।
গতবছর অক্টোবরেও ব্লাব্রিনে হামলায় ১২ নাইজেরীয় সৈন্য প্রাণ হারিয়েছে।
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে ২০০৯ সালে বোকো হারাম তাদের জঙ্গি তৎপরতা শুরু করে। সে থেকে এ পর্যন্ত ৩৬ হাজারেরও বেশি লোকের প্রাণহানি এবং প্রায় ২০ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।
বাসস/জুনা/১৪২০/জেহক