বাজিস-১ : নওগাঁয় নুতন ৬ জনসহ মোট করোনাভাইরাসে আক্রান্ত ৮৯ জন

131

বাজিস-১
করোনা-আক্রান্ত
নওগাঁয় নুতন ৬ জনসহ মোট করোনাভাইরাসে আক্রান্ত ৮৯ জন
নওগাঁ, ২০ মে, ২০২০ (বাসস) : জেলায় নতুন করে ৩ পুলিশ সদস্যসহ ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার রাতে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর মোর্শেদ জানান, নতুন আক্রান্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ১ পুলিশ সদস্যসহ ২ জন, পতœীতলা উপজেলায় ২ পুলিশ সদস্যসহ ৩ জন এবং মহাদেবপুর উপজেলায় ১ জন। এ নিয়ে নওগাঁ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৯ জন-এ দাঁড়ালো। এদের মধ্যে ৪ জন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন। বাকিরা নিজ-নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, এ পর্যন্ত নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ২ হাজার ৫৪৫ ব্যক্তির এবং পরীক্ষার ফলাফল এসেছে ২ হাজার ১০২ ব্যক্তির। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৬ জন।
এদিকে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় নওগাঁ জেলায় নতুন করে ১৪৬ জনকে হোম কোয়ারেনটাইনে প্রেরণ করা হয়েছে। এই ২৪ ঘন্টায় হোম কোয়রেনটাইনে ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় ছাড়পত্র পেয়েছেন ১২৪ জন। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ৪৫৩ জন।
বাসস/সংবাদাতা/১১৪৫/কেজিএ