করোনা হয়নি তবুও নিয়মিত হাইড্রোক্সিক্লোরোকুইন খাচ্ছেন ট্রাম্প

458

ওয়াশিংটন, ১৯ মে, ২০২০(বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বিস্ময়করভাবে জানালেন, তিনি নিয়মিত হাইড্রোক্সিক্লোরোকুইন খাচ্ছেন।
যদিও তার সরকারের বিশেষজ্ঞরাই বলেছেন, ম্যালেরিয়ার এ অষুধ করোনা মোকাবেলায় কার্যকর নয়।
পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে এবং কোন উপসর্গও নেই এ কথা জানিয়ে ট্রাম্প বলেন, গত দেড় সপ্তাহ ধরে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তিনি ঔষধটি খাচ্ছেন।
ট্রাম্প বলেন, প্রতিদিন আমি একটি ট্যাবলেট খাচ্ছি এবং সঙ্গে জিংক ট্যাবলেটও খাচ্ছি।
কারণ হিসেবে তিনি বলছেন, আমি মনে করি এটি ভালো। আমি এর সম্পর্কে অনেক ভালো কথা শুনেছি।
ট্রাম্প বিগত কয়েক সপ্তাহ ধরেই হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করার পক্ষে তার মত প্রচার করে আসছেন।
যদিও কিছু ডাক্তার মনে করছেন করোনা রোগীর ক্ষেত্রে এটি কাজ করেনা। এছাড়া মার্কিন সরকারের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থাও ঔষধটিকে নিরাপদ মনে করছে না।
এদিকে ট্রাম্প যেদিন বিস্ময়কর তথ্যটি প্রকাশ করেছেন সেদিনই কোভিড -১৯ এ দেশটিতে মৃতের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে, যা পুরো বিশ্বের মোট সংখ্যার এক তৃতীয়াংশ।
ট্রাম্প জানান, হোয়াইট হাউসের ডাক্তার সিন কনলে’র পরামর্শে তিনি ঔষধটি খাচ্ছেন। তবে প্রথম পদক্ষেপ তিনিই নিয়েছেন। তিনি ডাক্তারকে জিজ্ঞেস করেছেন, আপনি কি মনে করেন?
কনলে জানালেন, আপনি যদি ভালো মনে করেন।
ট্রাম্প বললেন, হ্যাঁ আমি এটিই ভালো মনে করছি।
ট্রাম্প জানান, তিনি ঔষধটি নিয়ে জনগণের কাছ থেকে অনেক ইতিবাচক সাড়া পেয়েছেন।
নিউইয়র্ক থেকে অজ্ঞাত একজন ডাক্তার তাকে চিঠিতে জানিয়েছেন, শত শত রোগীকে তিনি ঔষধটি দিয়েছেন। কেউ মারা যায়নি।
কিন্তু সরকারের খাদ্য ও অষুধ প্রশাসন সতর্ক করে বলেছে, প্রতিরোধ কিংবা চিকিৎসা উভয় ক্ষেত্রেই এর ব্যবহার বিপদজনক। কারণ হার্টের সমস্যাসহ এর বেশকিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।
তবে অতি জরুরি ক্ষেত্রে সাময়িকভাবে এর ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে।