ঈদের বোনাসের দাবিতে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসকদের মানব বন্ধন

386

ঢাকা, ১৯ মে, ২০২০ (বাসস) : আসন্ন ঈদ বোনাসের দাবিতে রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসকরা মানববন্ধন করেছেন।
আজ মঙ্গলবার হাসপাতালের সামনে অনেক চিকিৎসক সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
এদিকে হাসপাতালের ডক্টরস অ্যান্ড টিচারর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. কাওসার পারভীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জানানো হয়।
হাসপাতালটির চিকিৎসকদের অভিযোগে, তাদের বোনাস দেবে না বলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে বৈশাখী ভাতাও তাদের দেওয়া হয়নি। সে সময় চুপ থাকলেও ঈদ বোনাস না দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না বলে প্রতিবাদ করছেন তারা।
বিজ্ঞপ্তিতে আরো অভিযোগ করা হয়, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক কভিড-১৯ এর চিকিৎসা দিতে গিয়ে এ রোগে আক্রান্ত হন। পরে তাদের পরিবারের সদস্যরাও এতে আক্রান্ত হন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো দায়িত্ব পালন করেনি।