সারাদেশে অধস্তন আদালতে ৪০৪২ আসামির জামিন

241

ঢাকা, ১৯ মে, ২০২০ (বাসস) : অধস্তন আদালতে আজ সারাদেশে ভার্চুয়াল শুনানির পর ৪০৪২ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে। সুপ্রিমকোর্টের মুখপত্র মোহাম্মদ সাইফুর রহমান বাসস’কে আজ এ কথা জানান।
আদালতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিচারকাজ চালানোর বিষয়ে অধ্যাদেশ জারির প্রেক্ষিতে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি করতে গত ১০ মে নির্দেশনা দিয়েছেন সুপ্রিমকোর্ট প্রশাসন। এরপর থেকে দেশের সব অধস্তন আদালতে ভার্চুয়ালী জামিন আবেদনের শুনানি শুরু হয়।
আজ সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়ালী ৬৫১৬ আসামির পক্ষে জামিন আবেদন করা হয়। এর মধ্যে ভার্চুয়াল শুনানি নিয়ে ৪০৪২ জন আসামির জামিন মঞ্জুর করা হয়।