বাসস বিদেশ-৬ : বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের তহবিল সরবরাহ স্থায়ীভাবে বন্ধের হুমকি ট্রাম্পের

118

বাসস বিদেশ-৬
ট্রাম্প -বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের তহবিল সরবরাহ স্থায়ীভাবে বন্ধের হুমকি ট্রাম্পের
ওয়াশিংটন, ১৯ মে, ২০২০ (বাসস ডেস্ক) : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হুমকি দিয়ে বলেছেন, পরবর্তী ৩০ দিনের মধ্যে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ না হলে যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তহবিল সরবরাহ বন্ধ করে দেবে।
করোনা মোকাবিলায় অব্যবস্থাপনা এবং ঘটনা আড়াল করার ক্ষেত্রে চীনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে মধ্য এপ্রিলে ওয়াশিংটন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন সাময়িক স্থগিত করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানকে পাঠানো চিঠির ইমেজ সোমবার টুইট করে ট্রাম্প জানান, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি আগামী ৩০ দিনের মধ্যে কার্যকর কোন অগ্রগতি দেখাতে না পারে ,তাহলে সংস্থায় যুক্তরাষ্ট্রের তহবিল সরবরাহের অস্থায়ী নিষেধাজ্ঞা স্থায়ী করা হবে এবং সংস্থাটিতে আমরা সদস্য থাকবো কিনা সেটি বিবেচনা করা হবে।’
বাসস/এএফপি/অনু-এমএবি/১৪২১/কেজিএ