বাসস বিদেশ-২ : চীনে ভূমিকম্পে নিহত ৪, আহত ২৩

119

বাসস বিদেশ-২
চীন-ভূমিকম্প
চীনে ভূমিকম্পে নিহত ৪, আহত ২৩
বেইজিং, ১৯ মে, ২০২০ (বাসস ডেস্ক): চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ভূমিকম্পে চার জন নিহত এবং ২৩ জন আহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় কর্র্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ইউনান সরকারের এক বিবৃতিতে বলা হয়, সোমবার সন্ধ্যার দিকে কিয়াওজিয়া কাউন্টিতে ভূপৃষ্ঠের স্বল্প গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
চীনের সরকারি ভূকম্পন কর্তৃপক্ষ জানায়, ঝাওতং নগরীর কাছে এ ভূমিকম্প আঘাত হানে। নগরীটির জনসংখ্যা ৬০ লাখেরও বেশি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া মঙ্গলবার জানায়, দমকল বাহিনীর কর্মীসহ উদ্ধার দলকে পৌরসভা এলাকায় পাঠানো হয়েছে। চীনে বিশেষ করে তাদের পার্বত্য পশ্চিম ও দক্ষিণপশ্চিমাঞ্চলে প্রায়শই ভূুমিকম্প আঘাত হানে। গত বছর সিচুয়ান প্রদেশে এক শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ১৩ জন নিহত এবং প্রায় ২শ’ জন আহত হয়। এতে
ওই অঞ্চলের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছিল।
২০০৮ সালে সিচুয়ানে রিখটার স্কেলে ৭.৯ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পের আঘাতে প্রায় ৮৭ হাজার মানুষ প্রাণ হারায়।
বাসস/এমএজেড/১২২০/জেহক