এশিয়া ফাউন্ডেশন ও হার স্টোরি ফাউন্ডেশনের মধ্যে পার্টনারশীপ চুক্তি স্বাক্ষর

760

ঢাকা, ১৮ মে, ২০২০ (বাসস) : অনুপ্রেরণাদায়ক বাংলাদেশী নারী জীবনী নিয়ে গল্প তৈরির লক্ষ্যে বুক ফর এশিয়া প্রোগ্রামের আওতায় এশিয়া ফাউন্ডেশন এবং হার স্টোরি ফাউন্ডেশন পার্টনারশীপ চুক্তি স্বাক্ষর করেছে।
এই গল্পগুলি এশিয়া ফাউন্ডেশন তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে বিনামূল্যে ব্যাবহারের জন্য উন্মূক্ত করে দিবে, যেন প্রতিটি মানুষ গল্পগুলো পড়ার সুযোগ পায়। এশিয়া ফাউন্ডেশন বিশ^াস করে এই পার্টনারশিপের মাধ্যমে তৈরি করা বই Let’s Read ওয়েবসাইট www.letsreadasia.org এবং অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশ নয়, এশিয়ার ১৮টি দেশে ছড়িয়ে পড়বে।
হার স্টোরি ফাউন্ডেশন গল্পের শক্তি ব্যবহার করে অল্প বয়সী নারী পাঠকদের অনুপ্রাণিত এবং ক্ষমতায়ন করার জন্য বিভিন্ন বিষয়বস্তু তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে।