বাসস দেশ-২৮ : মুন্সীগঞ্জে পুলিশ, নার্সসহ একদিনে নতুন ২০ জনের করোনাভাইরাস শনাক্ত

226

বাসস দেশ-২৮
মুন্সীগঞ্জ-করোনা
মুন্সীগঞ্জে পুলিশ, নার্সসহ একদিনে নতুন ২০ জনের করোনাভাইরাস শনাক্ত
মুন্সীগঞ্জ, ১৮ মে, ২০২০ (বাসস) : মুন্সীগঞ্জে দুই পুলিশ এবং নার্সসহ নতুন করে আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় ডিসিসহ মোট করোনা শনাক্ত হলো ৪১৯ জনের।
অন্যদিকে সদর উপজেলায় নতুন তিনজনসহ জেলায় করোনা জয় করেছে ৫৬ জন। মারা গেছেন ১৪ জন। নতুন শনাক্ত হওযা ২০ জনের ১৮ জনই মুন্সীগঞ্জ সদর উপজেলার। বাকী দুই জন সিরাজদিখান উপজেলার।
সোমবার আসা রিপোর্টে টঙ্গীবাড়ি, লৌহজং, শ্রীনগর এবং গজারিয়া উপজেলায় নতুন করোনা শনাক্ত হয়নি। মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান ১৬ ও ১৭ মে পাঠানো নমুনা থেকে ১৪৩ রিপোর্ট পাওয়া যায় রবিবার। এর মধ্যে ২০টি নতুন পজেটিভ। সিরাজদিখান উপজেলায় নতুন করে আরও দুই জনের করোনা শনাক্ত হযেছে। এর মধ্যে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন পুরুষ (৩৪) এবং সন্তোষপাড়ার একজন পুরুষ (৩০) রয়েছেন।
মুন্সীগঞ্জ সদর উপজেলা এবং সিরাজদিখান উপজেলা প্রশাসন জানিয়েছে, নতুন করোনা শনাক্তদের বাড়িঘর লকডাউনসহ করোনা শনাক্তদের আইসোলেশনের থাকার পরামর্শ প্রদান করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/কেসি/২০২০/স্বব