বাসস দেশ-২৫ : শাক-সবজি এবং দেশীয় ফলমূল পরিবহণের ২৫ ভাগ ভাড়া কমাচ্ছে রেলওয়ে

241

বাসস দেশ-২৫
রেলওয়ে-পার্শ্বেল-ভাড়া
শাক-সবজি এবং দেশীয় ফলমূল পরিবহণের ২৫ ভাগ ভাড়া কমাচ্ছে রেলওয়ে
ঢাকা, ১৮ মে, ২০২০ (বাসস) : প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের উৎপাদিত শাক-সবজি, দেশীয় ফলমূল,দুধ,ডিম ইত্যাদি পণ্যের উপর ২৫% ভাড়া ছাড় এবং সকল প্রকার সার্ভিস চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশ রেলওয়ে কর্তৃক প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের উৎপাদিত শাক-সবজি,দেশীয় ফলমূল,দুধ,ডিম ইত্যাদি পণ্যের উপর ২৫% ভাড়া ছাড় এবং সকল প্রকার সার্ভিস চার্জ প্রত্যাহার করে বিদ্যমান ভাড়া সমন্বয় করা হয়েছে যা আগামী ১৯ মে ২০২০ হতে কার্যকর হবে।’
এতে বলা হয়, বর্তমানে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর বিস্তার প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক বাংলাদেশ রেলওয়ের মালবাহী ট্রেনের পাশাপাশি বিভিন্ন সেকশন কৃষকের উৎপাদিত পণ্য পরিবহণে পার্শ্বেল ট্রেন (লাগেজ ভ্যান ট্রেন) চলাচল করছে।
বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান পার্শ্বেল ভাড়া সমন্বয়ের ফলে কৃষি পণ্যদ্রব্য বাজারমূখী করার পথ প্রশস্থ ও কৃষি অর্থনীতিকে জোরদার করার পাশাপাশি রেলওয়ের রাজস্ব বৃদ্ধিতে ক্রমাগত অবদান রাখবে।
বাসস/সবি/বিকেডি/১৯৫৩/স্বব