বাসস দেশ-২৩ : সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ইন্তেকাল করেছেন

128

বাসস দেশ-২৩
জহিরুল-ইন্তেকাল
সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ইন্তেকাল করেছেন
ঢাকা, ১৮ মে, ২০২০ (বাসস) : কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জহিরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজিউন)।
জহিরুল ইসলাম আজ সোমবার দুপুরে চট্টগ্রামস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জহিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এক শোক বিবৃতিতে তিনি মরহুমের পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বাসস/সবি/বিকেডি/১৯২১/স্বব