বাসস বিদেশ-১১ : যুক্তরাজ্যে করোনায় আরো ১৭০ জনের মৃত্যু, ভ্যাকসিনের জন্য অতিরিক্ত অর্থায়ন

117

বাসস বিদেশ-১১
যুক্তরাজ্য- ভাইরাস
যুক্তরাজ্যে করোনায় আরো ১৭০ জনের মৃত্যু, ভ্যাকসিনের জন্য অতিরিক্ত অর্থায়ন
লন্ডন, ১৮ মে. ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাজ্যে রোববার আরো ১৭০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। মার্চ মাসে লকডাউন শুরুর পর দৈনিক মৃত্যুর এই সংখ্যা সর্বনি¤œ। তবে, এই হিসাবে উত্তর আয়ারল্যান্ডকে যুক্ত করা হয়নি।
এদিকে প্রধানমন্ত্রী বরিস জনসন ইতোমধ্যেই ভাইরাস মোকাবেলায় আরোপিত বিধিনিষেধের ফলে জনমনে সৃষ্ট হতাশাকে আমলে নিয়েছেন।
অপরদিকে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির জন্যে অতিরিক্ত কয়েক মিলিয়ন পাউন্ড অর্থায়নের ঘোষণা দিয়েছেন দেশটির বাণিজ্য মন্ত্রী অলোক শর্মা। খবর এএফপি’র।
সরকারি হিসাবে বৃটেনে মোট ৩৪ হাজার ৬৩৬ জন করোনায় মারা গেছে। মৃতের এই সংখ্যা বিশে^ দ্বিতীয় সর্বোচ্চ। বৃহত্তর সরকারি উপাত্তে সন্দেহভাজনসহ ৩৬ হাজারের বেশি লোকের মৃত্যুর কথা জানা যায়। তা সত্বেও মন্ত্রীরা বলছেন, দেশটি চূড়ান্ত সময় পার করেছে এবং আক্রান্তের সংখ্যা কমে এসেছে।
শর্মা ইতোমধ্যেই করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্যে কয়েক মিলিয়ন পাউন্ড অতিরিক্ত অর্থায়নের ঘোষণা দিয়েছেন। যুক্তরাজ্যে সেপ্টেম্বরের মধ্যে ৩০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়া যেতে পারে। হবে।
বাসস/অনু- জেজেড/১৯১৬/জেহক