বাজিস-৯ : ময়মনসিংহে আজ থেকে দোকানপাট বন্ধ ঘোষণা

125

বাজিস-৯
দোকানপাট-বন্ধ
ময়মনসিংহে আজ থেকে দোকানপাট বন্ধ ঘোষণা
ময়মনসিংহ, ১৮ মে, ২০২০ (বাসস) : ময়মনসিংহে সামাজিক দুরত্ব নিশ্চিত না করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যু ঝুঁকির কথা বিবেচনা করে করোনা সংক্রমণ প্রতিরোধে আজ থেকে জেলায় সকল প্রকার দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচাবাজার, ওষুধের দোকান ও জরুরি পরিসেবা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জেলা প্রশাসন এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
সভায় পুলিশ সুপার আহমার উজ্জামানসহ উর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৯০৭/কেজিএ