বাসস দেশ-১২ : ২৪ ঘন্টায় ৯,৭৮৮টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত ১,৬০২ জন

109

বাসস দেশ-১২
করোনা-ব্রিফিং
২৪ ঘন্টায় ৯,৭৮৮টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত ১,৬০২ জন
ঢাকা, ১৮ মে, ২০২০ (বাসস) : গত ২৪ ঘন্টায় সর্বাধিক ৯ হাজার ৭৮৮টি নমুনা পরীক্ষায় দেশে ১ হাজার ৬০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যাও। দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। এখন এ ভাইরাসে শনাক্ত ২৩ হাজার ৮৭০ জন রোগী রয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জন মারা গেছেন। এটিও একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৪৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৮৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ২১২ জন।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। গতকালের চেয়ে আজ ৩২৯ জন বেশি আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ২৭৩ জন।
শনাক্তের হিসাবে দেশে সুস্থতার হার ১৯ দশমিক ২১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ বলে অতিরিক্ত মহাপরিচালক জানান।
ডা. নাসিমা সুলতানা জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৯৩৩টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ৮ হাজার ৫৭৩টি। গতকালের চেয়ে আজ ১ হাজার ৩৬০টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৪২টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৭৮৮টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৮ হাজার ১১৪টি। আজ গতকালের চেয়ে ১ হাজার ৬৭৪টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ১৯৬টি।

বিস্তারিত আসছে…….
বাসস/এএসজি/এমএসএইচ/১৫২০/-এবিএইচ