বাজিস-২ : কুমিল্লায় প্রতিবন্ধী ১০ শিক্ষার্থীর মধ্যে হুইল চেয়ার বিতরণ

129

বাজিস-২
হুইলচেয়ার-বিতরণ
কুমিল্লায় প্রতিবন্ধী ১০ শিক্ষার্থীর মধ্যে হুইল চেয়ার বিতরণ
কুমিল্লা (দক্ষিণ), ১৮ মে, ২০২০ (বাসস) : জেলার চান্দিনায় ১০ জন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল-মামুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ বাসসকে জানান, উপজেলা প্রাইমারি এডুকেশন প্লানের বার্ষিক বরাদ্দ থেকে উপজেলার ১০ জন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।
বাসস/সংবাদদাতা/১৩৪৫/কেজিএ