নওগাঁয় বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ কৃষি শ্রমিকের মৃত্যু

188

নওগাঁ, ১৮ মে, ২০২০ (বাসস) : জেলার রাণীনগর উপজেলায় বিশিয়া গ্রামে আজ সকালে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুইজন কৃষি শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন আরও একজন।
মৃতরা হলেন, বিশিয়া গ্রামের মৃত আবুল প্রামানিকের ছেলে জাহিদুল ইসলাম(৩০) ও মৃত খালেকের ছেলে আনোয়ার হোসেন(৩১)।
এছাড়া আনোয়ার হোসেনের ছোটভাই হোসেন আলী(২৭) গুরুত্বর আহত হয়েছেন। তাকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রানীনগর থানার অফিসার্স ইনচার্জ জহুরুল হক জানান, বিশিয়া গ্রামে অভয়ের পুকুরের মাছ পাহারা দেয়ার জন্য পুকুরপাড়ের চারদিকে প্রতিদিনের মত গতরাতেও বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা হয়। ঘটনার সময় ধান কাটার শ্রমিক জাহিদুল, আনোয়ার ও হোসেন আলীসহ বেশ কয়েকজন শ্রমিক পুকুরপাড় দিয়ে ধান কাটতে মাঠে যাওয়ার পথে প্রথমে জাহিদুল ওই তারের সঙ্গে জড়িয়ে যায়। তাকে বাঁচানোর জন্য পর্যায়ক্রমে আনোয়ার হোসেন ও হোসেন আলী এগিয়ে গেলে তারাও বিদ্যুৎপৃষ্ট হন। ঘটনাস্থলেই জাহিদুল ও আনোয়ার হোসেন মারা যান। গুরুত্বর আহত অবস্থায় হোসেন আলীকে স্থানীয়রা উদ্ধার করে আদমদিঘি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মৃত দু’জনের লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।