দ.আফ্রিকায় ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত

375

জোহানেসবার্গ, ১৮ মে, ২০২০ (বাসস ডেস্ক): দক্ষিণ আফ্রিকায় রোববার নতুন করে ১ হাজার ১৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত মার্চে দেশটিতে প্রথম এ ভাইরাসের সংক্রমণ দেখা দেয়ার পর প্রতিদিনের হিসাবে এ সংখ্যা সর্বোচ্চ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আজ পর্যন্ত (রোববার) দক্ষিণ আফ্রিকায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১৫ হাজার ৫১৫ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টার পরীক্ষায় নতুন করে ১ হাজার ১৬০ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।’
দেশব্যাপী মোট নতুন আক্রান্তের প্রায় ৬০ শতাংশই ঘটেছে ওয়েস্টার্ন কেপ প্রদেশে। পর্যটকদের কাছে প্রদেশটি অত্যন্ত জনপ্রিয়। আগের দিনের সংখ্যার চেয়ে আজ (রোববার) মৃতের সংখ্যা ৩ জন বেড়েছে। এনিয়ে দেশটিতে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬৩ জনে।
আফ্রিকার দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এ অঞ্চলে এর পরের অবস্থানে থাকা দেশ মিশরে এ পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১১ হাজার ৭১৯ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ৬১২ জনে দাঁড়িয়েছে।
দক্ষিণ আফ্রিকা কোভিড-১৯ ভাইরাস রোধে ২৭ মার্চ দেশে লকডাউন আরোপ করে এবং এ পর্যন্ত দেশটিতে ৪ লাখ ৬০ হাজার ৮৭৩ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।